বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
 

ইজারা বিরোধে প্রাণ গেল মিলনের, পুলিশের অভিযানে গ্রেফতার ৪

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০২৫

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারের ইজারা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর হত্যা মামলার চার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।বালিয়াকান্দি থানার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করে।

 

উল্লেখ্য যে, নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারের ইজারা নিয়ে কালুখালী থানার মাঝবাড়ি ইউনিয়নের চরকুলটিয়া গ্রামের ‘আরজু গ্রুপ’ এবং বেতবাড়িয়া গ্রামের ‘শিমুল গ্রুপ’-এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত রবিবার ২৫ মে  দুপুর  সাড়ে ১২ টার সময় শিমুল গ্রুপের একদল সদস্য দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আরজু গ্রুপের সদস্যদের উপর হামলা চালায়। হামলায় আরজু (৪০), মিলন ওরফে কদম (৩৫), এবং বাচ্চু মন্ডল (৩৮) গুরুতর জখম হন।

 

পরে বালিয়াকান্দি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের দ্রুত কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ২৭ মে দুপুর পৌনে ২ টার সময়  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মিলন ওরফে কদম মৃত্যুবরণ করেন।

 

ঘটনার পর নিহতের ভাই মোঃ আফজাল হোসেন বাদী হয়ে ২৭ জন নামীয় ও অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে বালিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

এজাহার ভুক্ত সরাসরি জড়িত চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন-মোঃ ফরহাদ মিয়ার ছেলে মিজান মিয়া(১৯), মৃত নান্নু শেখের ছেলে মোঃ লিমন শেখ (২০), মোঃ মোতালেব শেখের ছেলে মোঃ রাজিব শেখ (২৫), আব্দুল রাজ্জাক ফকিরের ছেলে মোঃ সোহাগ ফকির (২১),সকলেই বালিয়াকান্দি উপজেলার বাসিন্দা।

 

এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার, রাজবাড়ী বলেন, “এই ঘটনায় আমরা দ্রুত ও পেশাদারিত্বের সাথে তদন্ত ও অভিযান পরিচালনা করেছি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তিগত সহায়তায় সরাসরি জড়িতদের শনাক্ত করে গ্রেফতার সম্ভব হয়েছে। এই ধরণের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”

 

রাজবাড়ীর আইনশৃঙ্খলা রক্ষায় এধরনের সাফল্য সাধারণ মানুষের মধ্যে আস্থা ও নিরাপত্তার অনুভূতি তৈরি করছে বলে জানান স্থানীয় সচেতন নাগরিকরা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon