বুধবার, ১৪ মে ২০২৫
 

জবিতে সেমিষ্টার ফাইনাল পরীক্ষা বন্ধ রেখে আন্দোলনের ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৫

 

---

আশিকুর রহমান, জবি প্রতিনিধি


আবাসন ভাতা ও হল নির্মাণসহ চার দাবিতে আগামীকাল বুধবার লং মার্চ টু যমুনা কর্মসূচির ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামীকাল সকাল এগারোটায় এ কর্মসূচি শুরু করবেন তারা।


এ দিকে এ কর্মসূচি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছেন তারা। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সেমিষ্টার ফাইনাল চলমান থাকা বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, আন্দোলন চলুক, তবে সেমিষ্টার ফাইনাল যেন এ কর্মসূচির আওতামুক্ত থাকে।


ক্ষোভ প্রকাশ করে লোকপ্রশাসন বিভাএর শিক্ষার্থী ইউসুব ওসমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, একটা পরীক্ষা আটকে গেলে অনেকের অনেক বড় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। কারণ সামনে লম্বা ছুটির কারণে পরীক্ষা স্থগিত হলে দুই মাসের জট লেগে যাবে।  এমনও না যে সব বিভাগে পরীক্ষা চলে, না স্থগিত করলে কেউ আসবেনা। আমার মাস্টার্স ফাইনাল পরীক্ষা চলে। আমি আগামীকাল পরীক্ষা দেবো, এরপর আন্দোলনে যোগ দেবো।


ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শিক্ষার্থী আলিনুর রহমান বলেন, আমাদের মাস্টার্স শেষ হতে আর মাত্র একটা পরীক্ষা বাকি। এ পরীক্ষাটা শেষ হলে আমি অনেক চাকরির পরীক্ষা তো আবেদন করতে পারবো। বাইরে রাখা উচিত। যেসব শিক্ষার্থীদের ফাইনাল চলছে, তারা পরীক্ষা দিয়েও আন্দোলনে অংশ নিতে পারবে। সুতরাং এ বিষয়টি বিবেচনায় নেয়া উচিত।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon