শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
 

শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার: রেজিস্টারের পদত্যাগের দাবিতে জবিতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫

 

---

আশিকুর রহমান, জবি প্রতিনিধি

ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, দায়িত্বে অবহেলা ও শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণের জন্য রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।


বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিন করে ভিসি ভবনের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।


এসময় শিক্ষার্থীরা ‘রেজিস্টারের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ওয়ান টু থ্রি ফোর রেজিস্টার নো মোর, ‘স্বৈরাচারের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, কুয়েট থেকে শিক্ষা নে রেজিস্টার পদ ছাইড়া দে, ‘দালালদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবেনা’, ‘এক দুই তিন চার, রেজিস্টার গদি ছাড়’, ইত্যাদি স্লোগান দিতে থাকে।


শিক্ষার্থীরা বলেন,পাঁচ আগস্টের পর ইভানের সাথে যে ঘটনা ঘটেছে তা সাধারণ ঘটনা না এমন ঘটনার নজির অনেক।সৈরাচার ক্ষমতায় থাকাকালীন এমন অন্যায় অবিচার অনেক ঘটেছে।এখন সৈরাচার হয়ে অনেকে ফিরে আসতে চাচ্ছে।কিন্তু কেনো সৈরাচারকে আমরা আমাদের প্রশাসনে দেখতে চাইনা।শিক্ষার্থীবান্ধব এবং মেরুদন্ডযুক্ত প্রসাশন হতে না পারলে পদত্যাগের আহ্বান জানান তারা। একইসাথে শিক্ষার্থীদের সাথে করা অন্যায়ের জন্য রেজিস্টারকে ২৪ ঘন্টার মধ্যে অব্যহতির আল্টিমেটাম ঘোষণা করেন শিক্ষার্থীরা।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবি শাখার আহ্বায়ক মাসুদ রানা বলেন,পাঁচ আগষ্ট হয়েছিল আওয়ামী সৈরাচার এবং কোটার বিরুদ্ধে ।এর পর আমরা চেয়েছিলাম ক্যাম্পাস এ সৈরাচার না থাকুক কিন্তু আট মাস পর তারা সৈরাচার হয়ে আবার ফিরে আসতে চাচ্ছে। ভারত থেকে শেখ হাসিনা তাদেরকে মদদ দিচ্ছে। তাদের মধ্যে এই গিয়াসউদ্দীন একজন।আমরা চাই সম্মান নিয়ে রেজিস্টৈর চলে যাক,না হলে বিশ হাজার শিক্ষার্থী নিয়ে আমরা তাকে টেনে হিচড়ে বার করবো।


ছাত্র অধিকার পরিষদ জবি শাখার সভাপতি একেএম রাকিব বলেন,আমার প্রশাসনের কাছে প্রশ্ন একজন শিক্ষককে কীভাবে এই পদে বসানো হলো।অনেক শিক্ষার্থী এমন হেনস্থার শিকার হয়েছে।আমি রেজিস্টর কে বলতে চাই ক্ষমতা আপনার অস্ত্র হলে আপনার শেষ সীমানাহবে শিক্ষার্থীরা।আগামী ২৪ ঘন্টার মধ্যে রেজিস্টারকে অব্যহতি দিতে হবে না হলে সব্বোচ্চ আন্দোলন গড়ে তোলা হবে বলে তিনি ঘোষণা দেন।


প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে শহীদ সাজিদ একাডেমিক ভবনের গ্যারেজ থেকে গত তিন মাসে একাধিক সাইকেল চুরির ঘটনা নিয়ে লিখিত অভিযোগ দিতে যান ইভান তাহসীভসহ কয়েকজন শিক্ষার্থী। এসময় রেজিস্ট্রার এর সমাধান না করে উল্টো অভিযোগকারীর উপর চড়াও হয়ে রুম থেকে বের করে দেন।


তিনি বলেন, “আমরা শিক্ষার্থীদের মালামালের নিরাপত্তা দিতে পারবো না, মালামাল শিক্ষার্থীদের নিজ দায়িত্বে রাখতে হবে। শিক্ষার্থীরা কি খাবে, কোথায় থাকবে? এই দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের না। শিক্ষার্থীদের কিছু হলে এর দায়ভার বিশ্ববিদ্যালয়ের না। বিশ্ববিদ্যালয় প্রশাসন এর দায়ভার নিতে পারবে না। একপর্যায়ে শিক্ষার্থীদের উপর ক্ষিপ্ত হয়ে রেজিস্ট্রার বলেন, “বের হয়ে যাও, ওকে বের করে দাও। পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেনো পড়তে আসো এলাকায় পড়লেই তো পারতে।”

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon